
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের এক কর্মী।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ফতুল্লা এলাকার বাসিন্দা আমেনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মায়ের মৃত্যুর পর পরিবার জেলা প্রশাসনের কাছে আবেদন জানায়। মানবিক বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট চার ঘণ্টার জন্য কারাবন্দি ছেলে আরিফ মাহমুদকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।
পুলিশ পাহারায় বিকেল সাড়ে ৪টার দিকে আরিফ মাহমুদকে তার নিজ এলাকা ফতুল্লার কোতালেরবাগে আনা হয়। সেখানে তিনি মায়ের জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময় শেষে সন্ধ্যা ৭টার দিকে তাকে পুনরায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
আরিফ মাহমুদ ফতুল্লা থানাধীন কোতালেরবাগ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
জানাজা ও দাফন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।




























