
নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ চারজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলী আহম্মদ অভি (২৮), মো. আদর আহাম্মেদ (২৫), মো. আল আমিন (২৫) ও এমদাদুল হক (২৬)। তাদের মধ্যে তিনজন ফতুল্লা ও একজন নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা, একটি দেশীয় চাপাতি, সবুজ কাপড়ে মোড়ানো একটি চাপাতি, একটি চাকু ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী, র্যাব-১১, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ফতুল্লা মডেল থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফতুল্লা থানাধীন ১৫১ কলেজ রোড, গলাচিপা এলাকার নতুন মসজিদ সংলগ্ন মিজান নামের এক ব্যক্তির দ্বিতীয় তলা বাড়ির উত্তর-পশ্চিম কোণের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন পলাতক আসামির নাম জানা গেছে। তাদের মধ্যে জাহিদ, রিপন ওরফে গিট্টু রিপন, মাসুদ ওরফে বাইট্টা মাসুদ, রনি, হৃদয়, সেলিম, রিয়াদ ওরফে রাজন, সায়েমসহ অজ্ঞাত আরও ১০–১২ জন রয়েছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।




























