
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার গাড়াজান গ্রামের স্থানীয় সংবাদকর্মী আজিজুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন স্থানীয় কবিরাজ মামুনুর রশীদের স্ত্রী লাইলী বেগম। এতে স্থানীয়দের মাঝে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। প্রায়ই প্রতিবেশীকে গালাগালিসহ সামাজিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে লাইলী বেগমের বিরুদ্ধে।
জানা যায়, উল্লেখিত লাইলী বেগম সামাজিক ভাবে অত্যন্ত খারাপ প্রকৃতির মহিলা। ছোট খাটো বিষয় নিয়ে প্রায়ই প্রতিবেশীদের কে বিভিন্ন ভাবে হুমকি ও অসামাজিক কার্যক্রমে জড়িয়ে মিথ্যা অপবাদসহ মানুষকে হেয় করার চেষ্টা করে থাকেন। এছাড়াও নিজের সম্পত্তি বিনষ্ট করে প্রতিবেশীদের উপর দোষ চাপানো থেকে শুরু করে থানায় মিথ্যা মামলা ও অভিযোগ দায়েরের মাধ্যমে হয়রানির অভিযোগ রয়েছে লাইলী বেগমের বিরুদ্ধে।
সম্প্রতি লাইলী বেগম বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে তার নিকট প্রতিবেশী মাইন উদ্দিনের পুত্র স্থানীয় সংবাদকর্মী আজিজুল ইসলামসহ তার বাড়ীর লোকজনদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে আজিজুল ইসলামের বাড়ীর টিনের ভাউন্ডারী বেড়া ভাঙচুর করে। এতে প্রায় দশ হাজার টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আজিজুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানায় আজিজুল ইসলাম কর্তৃক সাধারণ ডায়েরি ও অভিযোগ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আজিজুল ইসলাম জানান, তার পাশের বাড়ীর লাইলী বেগম ও তার পরিবারের লোকজন ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া লাগায়। পাশাপাশি এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। কোন ক্রমেই তাদেরকে বুঝানো সম্ভব হয়না, আমাদের বাড়ীর পাশে বাড়ি হওয়ায় এখানে বসবাস করাই দায়। অবশেষে বাধ্য হয়ে থানা পুলিশের শরণাপন্ন হয়েছেন বলেও জানান আজিজুল ইসলাম।
উক্ত বিষয়টি স্থানীয় ভাবে বিভিন্ন সময় মীমাংসার চেষ্টা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ঘটনাস্থলে বিভিন্ন সময় এসে বোঝানোর চেষ্টা করে লাইলী বেগমসহ তার পরিবারের লোকজনদের কে বোঝাতে ব্যর্থ হন।
স্থানীয় ইউপি সদস্য নমজ আলী বলেন, আমি একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু তা বাস্তবায়ন করাতে পারেনি। বর্তমানে আমি এ ব্যাপারে অপারগতা স্বীকার করেছি। বিষয়টি নিয়ে লাইলী বেগম ও তার পরিবার মিথ্যা অভিযোগ ও অসত্য তথ্যের ভরসায় আজিজুল ইসলামদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
এ ব্যাপারে লাইলী বেগমের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান বলেন, এ ব্যাপারে আজিজুল ইসলাম কর্তৃক অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





























