
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সপ্তাহ উদ্বোধনী, বর্ণাঢ্য রেলি, প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তারেক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌস, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আম্বিয়া খাতুন, জনস্বাস্থ্য কর্মকর্তা রনি রায়হান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু। উল্লেখ্য যে, এবছর প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় মোট ৩০টি স্টলে গরু, ছাগল, মহিষ, ঘোড়া, গাড়ল, মুরগি, কবুতর এবং বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি ও ভার্মি কমপোস্ট সার প্রদর্শন করা হয়। এছাড়াও মেলায় মিষ্টি, দইসহ গরুর দুধের তৈরি বিভিন্ন খাবার প্রদর্শিত হয়।





























