
ষ্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদকও সাবেক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব রশিদ খান শিপুকে ২৪ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে বিআইডিসি বাজার একটি হলরুমে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জইন উদ্দিন মোড়ল সভাপতি ২৪ নং ওয়ার্ড বিএনপি সঞ্চালনা করেন মোঃ রাশেদুল হাসান মিলনসহ-সভাপতি ২৪ নং ওয়ার্ড বিএনপি আরো উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন ভূঁইয়া সিনিয়র সাধারণ সম্পাদক ২৪ নং ওয়ার্ড মোঃ মোতাহার হোসেন, সহ-সভাপতি সদর মেট্রো থানা ২৪ নং ওয়ার্ড বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ।
মাহবুব রশিদ খান শিপু গাজীপুর মহানগর বিএনপির একজন পরিচিত মুখ এবং তিনি পূর্বে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং সাবেক প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত গাজীপুর মহানগর বিএনপির ১৫ জন নেতার বহিষ্কারাদেশ কেন্দ্রীয় বিএনপি প্রত্যাহার করে নেয়, । এই প্রেক্ষাপটে ২৪ নং ওয়ার্ড বিএনপির সদস্যবৃন্দ তাকে এই সংবর্ধনা প্রদান করেন।
সর্বোপরি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশি-বিদেশি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে। তার রোগ মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে দোয়া করা হবে।





























