
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপ বৃত্তি প্রকল্পের উদ্যোগে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে
১৮ টি স্কুলের প্রায় ৮ শতাধিক পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল দশটায় কোনাবাড়ী ডিগ্রি কলেজে শুরু হয় এই বৃত্তি পরীক্ষা। প্লে থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের সকাল ১০ টায় শুরু হয় পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১২ টায় এবং ৬ষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের শেষ হয় দুপুর ১ টায়।
অবিভাবক লাকী বেগম বলেন,এই বৃত্তি পরীক্ষার
মাধ্যমে ছেলে মেয়েদের মেধার বিকাশ ঘটবে।
তাদের মনে সাহস বৃদ্ধি পাবে। তিনি বলেন,এমন
আয়োজন যেন কর্তৃপক্ষ প্রতিবছর করে।
স্বপ্না খাতুন নামে আরেকজন অবিভাবক বলেন,
মেয়ের বৃত্তি পরীক্ষা নিয়ে খুব টেনশনে ছিলাম।
যাক পরীক্ষা ভালো হয়েছে। তিনি বলেন,এটি
বেসরকারি বৃত্তি পরীক্ষা হলেও বাচ্চাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছোট থেকেই তাদের
অভিজ্ঞতা অর্জন হলো।
হল সুপার মোঃ রমজান আলী বলেন,আগামী ফেব্রুয়ারীতে আনুষ্ঠানিক ভাবে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্বারক প্রদান করা হবে। অবিভদকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের সার্বিক সহযোগিতা ছিলো বলেই এই বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। সবার সহযোগিতা পেলে আগামী বছর এর চেয়ে জাঁকজমকপূর্ণ পূর্ণ ভাবে পরীক্ষার আয়োজন করা হবে জানিয়েছেন তিনি।
পরীক্ষা নিয়ন্ত্রতক মোঃ শাহীন ইসলাম বলেন,
আমাদের মূল লক্ষ হলো শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো। যাতে করে তারা সামনে যে কোন কমপিটিশনে তাদের সাফল্য অর্জন করতে পারে?
তিনি বলেন এই বৃত্তি পরীক্ষাটি অত্যান্ত সচ্চতা ও নিয়ম তান্ত্রিক ভাবে নেওয়া হচ্ছে। অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য সার্টিফিকেট, ক্রেস্ট এবং সম্মাননা স্বারক প্রদান করা হবে।





























