
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এর নির্দেশনায় জয়দেবপুর মৌজার শিববাড়ী পুকুর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকসানা খাইরুন নেছা।উচ্ছেদকালে পুকুরের পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা দুটি দোকান ও দুটি বসতবাড়ির উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত মোট জমির পরিমান প্রায় ২.৭৫ শতাংশ।জয়দেবপুর মৌজার শিববাড়ী পুকুর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।





























