
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের সমর্থকরা এ মাহফিলের আয়োজন করেন।
শনিবার (২৯ নভেম্বর)শনিবার, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ জড়ো হতে থাকে।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।





























