
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
ব্যপক উৎসাহ ও উদ্দীপনায় সম্পন্ন হলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বারইপাড়া কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রথম শ্রেণীর ১৫ জন ছাত্র-ছাত্রীর হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া উপলক্ষে আকর্ষণীয় প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআনের প্রথম ছবক ও নসিব পেশ করেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই।
বারইপাড়া কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম কে ডি আর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ।ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।মাদ্রাসার সহ সভাপতি আলহাজ্ব আ গফুর, সহ সভাপতি আ আজিজ,সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য হোসেন আলী,দেওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম তারা সহ ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রদর্শন অনুষ্ঠান পরিচালনা করেন বারইপাড়া কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মওলানা মোঃ বোরহান উদ্দিন।





























