
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন।গুরুতর আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন—কাশেম (৪০)গ্রাম ঘোড়ারটেকি,আব্দুল হামিদ (৪০),গ্রাম তালতুলিয়া চালা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে লক্ষিন্দর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার মুরাইদ মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
এ বিষয়ে গোপালপুর থানার সার্কেল অফিসার ফৌজিয়া হাবিব খান জানান বিষয়টি আমরা অবগত হয়েছি আমরা নিহত পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





























