
প্রতিনিধি গজারিয়াঃ গজারিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষার্থীসহ ৬জন আহত হওয়ার ঘটনার মামলার এজারহার ভুক্ত আসামী আবদুল লতিফ রাজু ভুইয়াকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মামলার বাদী কামরুল হাসান রাসেল।
সূত্র জানায়, গত রবিবার(১৭ই মার্চ)বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে বিরোধপূর্ণ যায়গায় জোড়পূর্বক ঘর নির্মাণ করতে যায় নয়ানগর গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে জমির হোসেন ভূঁইয়া(৬৫)গং এ সময় প্রতিবেশী শামীম ভূঁইয়াগং বাধা দিতে গেলে তাঁরা হামলার শিকার হন।হামলায় আহত কামরুল হাসান রাসেল(৩৪) পিতা:মো:নাসির উদ্দিন বলেন,বিরোধপূর্ণ এই জমিতে ১৪৪ধারা জারি ছিল,মামলার রায় আমাদের পক্ষে ছিল তাই তাদের জোরপূর্বক ঘর নির্মাণে আমরা বাধা প্রদান করায় বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের উপর হামলা চালায়।তাদের হামলায় আহত'রা হলেন তাসলিমা বেগম(৪০) স্বামী:হোসেন মোল্লা,তাহমিনা আক্তার(৩২)স্বামী নাসির উদ্দিন ভূঁইয়া,আমেনা খাতুন (৩৩)স্বামী শামীম ভূঁইয়া,শাম্মী আক্তার(১৭)পিতা শামীম ভূঁইয়া,মহসিন ভূঁইয়া(৫০)পিতা:আব্দুর রব ভূঁইয়া
এ বিষয়ে গজারিয়া থানায় ৫/৬ জনের নামোল্লেখ করে মামলা করা হয়।





























