
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় জুয়া খেলার অপরাধে ১ জুয়াড়িকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ জুযাড়িকে ২শত টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদ তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গঙ্গাচড়া থানা পাড়া এলাকার প্রফুল্ল শর্মার ছেলে ব্রজেন শরমা (২৪) কে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ ধারার ৩ মোতাবেক ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নোহালী ইউনিয়নের পূর্ব কচুুয়া সরদার পাড়ার ছকি উদ্দিনের ছেলে সাবের আলী চাঁন ( ৫৬) বিনোদ শীলের ছেলে সাগর শীল (২৩) ও সুমিন্দ্র চন্দ্র শীলের ছেলে বিধান শীল( ১৯) কে একই আইনে ২শত টাকা করে জরিমানা করা হয়। পরে ব্রজেন শর্মাকে রংপুর কারাগারে প্রেরন করা হয়। বাকি তিনজনের কাছে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার এস আই মোয়াজ্জেম হোসেন নোহালি ইউনিয়ন পূর্ব কচুয়া থেকে ৩জনকে গতকাল রাতে এবং ব্রজেন শর্মাকে আজ সকালে জুয়া খেলার সময় হাতনাতে আটক করে। পরে এস আই মোয়াজ্জেম হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদ তামান্না'র নিকট হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা তাদের এ শাস্তি প্রদান করেন।





























