
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় যথাযথ মর্যাদায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস -২০২৪ উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোলাইমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুল্লা, গঙ্গাচড়া বি এম কলেজের অধ্যক্ষ নুরুন্নবী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়ক আখের মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক - শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উল্লেক্ষ্য যে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের কিছু দিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহন করেছিল। শেখ মজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন।





























