
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি..
গুরুদাসপুর পৌর এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সুমন সোনার ও নাছরিন নিলা নামের দম্পতিকে আটক করেন তারা। সুমন গুরুদাসপুর পৌরশহরের মধ্যমপাড়া মহল্লার আবু সোনারের ছেলে। নাছরিন সুমনের স্ত্রী।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে বিভাগীয় রেইডিং পার্টির সহায়তায় নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে সুমন সোনারের কাছ থেকে ২০০ পিচ ও তার স্ত্রী নাছরিন নিলার কাছ থেকে ৫০ পিচ ইয়াবাসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৬ এর ৩৬(১), ১৯(ক) ও ৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই আছাদুর রহমান জানান, ‘আটককৃত স্বামী-স্ত্রী দুজনই পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিনধরে মাদক কারবারির সাথে জড়িত। গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।





























