
নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি প্রবাসী নিজাম উদ্দিন (২৫) রহস্যজনকভাবে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ফতুল্লা মডেল থানার পুলিশ হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মনিরা বেগমকে (২১) থানায় আনা হয়েছে।
নিহত নিজাম উদ্দিন দিনাজপুর জেলার খানসামা থানার আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। তিনি দুই বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে হাজীগঞ্জের স্ত্রীর সঙ্গে ভাড়া বাসায় উঠেছিলেন। তাদের সংসারে ৫ বছরের কন্যা নাফিসা রয়েছে।
নিহতের স্ত্রী জানান, সোমবার রাতে বাংলাদেশে ফেরার পর স্বামীর সঙ্গে বাসায় ছিলেন। বুধবার রাত আড়াইটার দিকে ঘুম ভেঙ্গে দেখেন স্বামী জানালার কাছে ওড়নায় গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে বিছানায় নামান। পরে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও স্বামীর বড় ভাই এবং খালাতো ভাই তাকে নিতে দেননি।
নিহতের ভাই মইনুদ্দিন বলেন, রাত আড়াইটার দিকে ঘটনা শুনে গিয়ে দেখেন নিজের ভাই বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। নাক-মুখ থেকে রক্ত বের হচ্ছিল। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ শহরের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, মৃতদেহ প্রাথমিকভাবে রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করছে, এটি হত্যা নাকি আত্মহত্যা।





























