
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার
(২৪ ফেব্রুয়ারি) রাত ১২টাই উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর
এলাকার জনৈক আনিছ মিয়ার নির্মাণাধীন ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা
হয়।
গ্রেফতারকৃতরা হলেন-
উপজেলার গোবিন্দপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে দ্বীন ইসলাম(৩২), মো.
ফজলুল হকের ছেলে মো. আনিছ মিয়া(৪৫), মো. আবু বক্করের ছেলে মো. আকরাম(২৭),
মোঃ বদরুল হকের ছেলে মো. রাজিব(২৮), মো. আ. রহিমের ছেলে মো. মাজাহারুল
(৩৫)।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ হাসান সুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি
জানান, হোসেনপুর থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার, বিজয় হোসেন, মো. মজিবর
রহমান, মো. শরিফুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ ও সঙ্গীয় ফোর্স অভিযান
পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদেরকে কাছ থেকে জুয়া খেলার
বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় ১৮৬৭
সালের প্রকাশ্যে জুয়া আইনে মামলা দিয়ে গতকাল রবিবার দুপুরে আদালতে প্রেরণ
করা হয়।





























