
রাকিবুল ইসলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল হোসেন অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।৯ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়রা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি, থ্রী-পিস ও লুঙ্গি বিতরণ করা হয়।এসময় যুবলীগ নেতা অ্যাডভোকেট রাসেল হোসেন জানান, আমি খুব ছোট মানুষ। আমার উপর এখনও যাকাত ফরয হয়নি। এটা আমি ব্যক্তিগতভাবে ঈদ উপহার হিসেবে আপনাদের দিতে পেরে অত্যন্ত আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি।
এছাড়াও দলীয় নেতাকর্মীদের মাঝেও ঈদ উপহার প্রদান করেন। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।খাল পাড় বয়রা গ্রামের হালিমা বেগম জানান, রাসেল আমাদেরই সন্তান। ২০১১ সাল থেকে অন্যান্য সময়ের পাশাপাশি ঈদের সময়ে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় এবারও উপহার সামগ্রী করায় অত্যন্ত খুশি।





























