
জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, লালমোহন থানা থেকে বদলি হওয়ায় লালমোহন ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার হলরুমে বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামি সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল হকের সভাপতিত্বে এবং ইসলামি মডেল একাডেমির প্রধান শিক্ষক আজিম উদ্দিন খান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের পর অতিথিবৃন্দ ওসিকে বিদায়ী ক্রেস্ট প্রদান করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম গত এক বছরেরও অধিক সময় লালমোহন থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি যোগদানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং লালমোহনে আইনশৃঙ্খলা, নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন।
উল্লেখ, ২০২৪ সালের ১৪ অক্টোবর লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি তাকে লালমোহন থানা থেকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানায় বদলি করা হয়েছে। লালমোহন থানায় এক বছরের মধ্যে তিনি তার নিজের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় স্বীকৃতি হিসেবে ভোলা জেলার ছয়বার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।





























