
আদনানুর রহমান, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে দুই পক্ষের মধ্যে চলমান ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন মনিরুজ্জামান (৫২) নামে এক ব্যক্তি। গত বুধবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ওইদিন বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকায় চলাচলের রাস্তায় ট্রাক রেখে মেরামত করতে থাকলে যানবাহন চলাচলে বিঘ্ন দেখা দেয়। এভাবে ট্রাক রেখে মেরামতে নিষেধ করলে দুই পক্ষের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। সেসময় মনিরুজ্জামান চলমান ঝগড়া ও হাতাহাতি থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান মনিরুজ্জামান।প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় মনিরুজ্জামান বাড়িতে কোরআন শরীফ পড়ছিলেন। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মারামারি থামাতে আসলে প্রতিপক্ষের আলেক মিয়া মনিরুজ্জামানের মাথায় রড দিয়ে আঘাত করে। ফলে তিনি গুরুতর আহত হন।মনিরুজ্জামান দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে। দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম জানান,ঘটনাস্থলে গিয়ে জড়িত একজনকে আটক করা হয়েছে।এদিকে শুক্রবার বিকেলে মনিরুজ্জামানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেরচর এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতের ছেলে মাহমুদ রহমান রেদোয়ান কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার বাবাকে যারা এভাবে মেরে ফেলেছে আমি তাদের সর্বোচ্চ বিচার চাই।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





























