
রাজনীতিকে পবিত্র দায়িত্ব উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা জমিয়েত উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, স্বাধীনতার পাঁচ দশক পার হলেও জলাবদ্ধতা নিয়ে কথা বলতে হওয়া লজ্জাজনক। তিনি জনগণের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভোটে সমর্থন পেলে নির্বাচিত হওয়ার পরই জলাবদ্ধতা দূরীকরণকে অগ্রাধিকার দেবেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার উদ্যোগ নেবেন। দুই প্রতিশ্রুতির যে কোনোটি বাস্তবায়নে ব্যর্থ হলে দ্বিতীয়বার জনগণের সামনে না আসার কথাও স্পষ্ট করে জানান তিনি।
শুক্রবার বিকেলে ফতুল্লা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি কাসেমী।
তিনি আরো বলেন, কারও সম্পদের খেয়ানত না করা, সন্ত্রাসী গোষ্ঠীর না থাকা এবং মা–বোনেরা যেন নিশ্চিন্তে চলাচল করতে পারেন—এমন নিরাপদ শহর নির্মাণই তাঁর লক্ষ্য।
সমাবেশের সভাপতিত্ব করেন আব্দুল সাত্তার মিয়া। সেখানে উপস্থিত ছিলেন জেলা জমিয়েত উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মনোয়ার হোসাইন, ছাত্রনেতা মোশারফ হোসেন, মুফতি হারুনুর রশিদ, মাওলানা তাজুল ইসলাম, হাফেজ হানজালা প্রমুখ।
জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশস্থল ভরিয়ে তোলে। দল-মত-নির্বিশেষে মানুষের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও সমাবেশে যোগ দেন।





























