
পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে দোকানঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠেছে।
গত ২ মার্চ ভোররাতে উপজেলার অমরপুর গ্রামের কুঁড়ের পাড় এলাকায় বকুল মিয়ার দোকানে আগুন লাগে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান জানিয়েছেন কুঁড়ের পাড়ের দোকান পুড়ার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারন জানা যায় নি।
বকুল মিয়ার ভাই চান মিয়া জানান, আমার সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে শরীফ গং আমার ভাইয়ের দোকানে আগুন দিয়েছে।
আগুন লাগানোর ব্যাপারে শরীফ গং এর শরীফের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন ঐ দিন সন্ধ্যা ৮ টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁন মিয়া আমার চাচী আনোয়ারা খাতুন (৬০) কে মাথায় গুরুতর আঘাত করলে চাচীকে নিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু বলেন, এ বিষয়ে জানতে পেরেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।





























