
মোঃআনোয়ার হোসেন প্রতিনিধিঃ কাজিপুর সিরাজগঞ্জ গতকাল ( সিরাজগঞ্জের) কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নে চরদোরতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চাকলাদার অদ্য দুপুর ১১ ঘটিকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ... রাজিউন। উপজেলা প্রশাসন কাজিপুরের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার কাজিপুর জনাব মো: মোস্তাফিজুর রহমান এবং কাজিপুর থানা পুলিশের পক্ষে নাটুয়ারপাড়া ফাঁড়ির আইসি এসআই আতিক এবং জেলা পুলিশের অনার গার্ড পার্টি। অনার গার্ড শেষে উভয়ের মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন এবং মরহুমের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। নামাজে জানাজায় অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণসহ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।





























