
সাদিয়াত হোসেন: (কালিহাতী)
পাঠকপ্রিয় দৈনিক কালের কন্ঠ'র শুভসংঘের ব্যানারে টাঙ্গাইলের কালিহাতীতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল)দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলীর আশ্রয়ণ প্রকল্পে অর্ধশত পরিবারের মধ্যে চিনি, সেমাই, চাল, গুঁড়ো দুধ ও সাবান দেওয়া হয়।
অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার তুলে দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কামনাশীষ শেখর ও কালিহাতীর এসিল্যান্ড মোহাম্মদ সিফাত বিন সাদেক,কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি তারেক আহমেদ ও সাধারণ সম্পাদক দাশ পবিত্র, সাংবাদিক সুমন ঘোষ, শুভসংঘের সদস্য অ্যাডভোকেট সুলতান তালুকদার রাঙা, শোভন আর্য শুভ, অনিক সরকার ও অমিত দাশ প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক কালের কণ্ঠ"র টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্য।
আগত অতিথিরা কালের কন্ঠ"র এ মানবিক উদ্যােগের প্রশংসা করেন। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শাহাদাৎ হোসেন, উজ্জল, মালতী রানীরা ঈদ উপহার পেয়ে অত্যন্ত খুশি। তারা বলেন পরিবারের সবাইকে নিয়ে ঈদে সেমাই খাবো। দোয়া করি সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক।





























