
নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় প্রায় ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে স্টেশন পাগলার একটি দল মঙ্গলবার রাত ১১টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকার কাছে অভিযান চালায়। সেখানে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করলে বড় পরিমাণ জাটকা পাওয়া যায়। চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে গাড়িসহ ছাড় দেওয়া হয়।
জব্দ করা মাছ পরে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।





























