
মোঃ বুলবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের মাদারগঞ্জ ক্লিনিক মাঠে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণে কাইয়ের চর জামে মসজিদের খতিব আলহাজ্ব আঃ ছাত্তারের সভাপতিত্বে ৩ ইউনিয়ন থেকে মোট ৩০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাজীপাড়া জামে মসজিদ খতিব আবদুল আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খতিব মীর হোসেন, হাফেজ মোঃ এরশাদুল হক । প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর হান্নান আলী ও আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য বড় হুমকি। এতে শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় এবং দারিদ্র্য ও নিরক্ষরতার হার বাড়ে। কম বয়সে বিয়ে হওয়া মেয়েদের মধ্যে পারিবারিক সহিংসতার ঝুঁকিও বেশি থাকে বলে তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতা, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, কাজীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
































