
এস এম রিফাত :বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দল কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা সুজন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন সুমন, পৌর সদস্য সচিব মাসুদ মীর, কার্যকরী সদস্য আবু রায়হান মীর, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হিমেল, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম এবং পৌর যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ।
দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়।





























