
সোহেল রানা, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটের অন্যতম বৃহৎ সংগঠন প্রেস ফাইভের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর (সোমবার) বিকেলে আদিতমারী উপজেলার নামুরী ডি এস দাখিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ফাইভের আহবায়ক জিটিভির আলতাবুর রহমান আলতাফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নূর আলমগীর অনু।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেস ফাইভের উপদেষ্টা রেজাউল করিম মানিক, যুগ্ম আহবায়ক ফারুক আলম, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংবাদিক মনিরুজ্জামান মজনু, রাহেবুল ইসলাম টিটুল, তাহমিদুল ইসলাম মৃদুল, আল আমিন বাবু, মাসুম ভূঁইয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন মাওলানা সাইয়াদুজ্জামান সোহাগ।





























