
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মধ্যনগর শ্রী শ্রী জগন্নাথ জিউর আশ্রমে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চয়নিক দেবনাথ চয়নের উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়। এতে মধ্যনগর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন।
প্রার্থনায় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা হয়।
আয়োজক ছাত্রদল নেতা চয়নিক দেবনাথ চয়ন বলেন, “আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। দ্রুত সুস্থ হয়ে যেন স্বাভাবিক জীবনে ফিরে এসে দলের নেতৃত্ব দিতে পারেন—আমরা সেই প্রার্থনাই করেছি। তাই আজ জগন্নাথ জিউর আশ্রমে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।”
প্রার্থনা সভায় জগন্নাথ জিউর আশ্রমের পুরোহিত অনন্ত গোস্বামী বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। এর আগে শান্তি ও সুস্থতার কামনায় গীতা পাঠ অনুষ্ঠিত হয়।





























