
মোঃ আসিফ সিদ্দিকী কয়রা,খুলনা
নিরাপদ সড়ক আন্দোলন–খুলনা শাখার প্রতিনিধিদল আজ ( ২৭ নভেম্বর বিকাল ৪ টায় খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ.স.ম. জামশেদ খোন্দকার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রতিনিধিরা জেলার সড়ক দুর্ঘটনা হ্রাস, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাব জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল নিরাপদ সড়ক আন্দোলনের দীর্ঘদিনের দাবি—
বিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার। ফিটনেসবিহীন যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ। চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স ব্যবস্থার উন্নয়ন। সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। যানবাহনের বিরুদ্ধে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা ইত্যাদি বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
খুলনা জেলা প্রশাসক আ.স.ম. জামশেদ খোন্দকার প্রতিনিধিদের মতামত মনোযোগের সাথে শোনেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। প্রশাসন, আন্দোলন কর্মী, পরিবহন মালিক ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মির্জাম মুজাহিদুল ইসলাম, মোঃ আসিফ সিদ্দিকী, এস এম মাশরাফি, বিল্লাল হোসেন (নাজিম), মেহেদী তরফদার ও ফাতেমা সুলতানা সহ আরো অনেকে।
সাক্ষাৎ শেষে নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও যৌথভাবে সচেতনতা কার্যক্রম পরিচালনার প্রত্যাশা জানান।





























