
মো. আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটিতে ব্যতিক্রমী এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
এতে অধ্যক্ষ মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ শহিদুল হক। মডারেটর হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক ডেন্টাল সার্জন ডাঃ মোঃ জিয়া উদ্দিন টিটু ও শফিউল আলম বুলবুল উপস্থিত ছিলেন। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার জাহান ববিন, সাইফুল ইসলাম রতনসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
অত্যন্ত উৎসব মুখর পরিবেশে তিনটি গ্রুপে জুনিয়র ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়বস্তু ছিল Technology is the blessing of our life, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বিষয়বস্তু ছিল Family is the source of education, সিনিয়র গ্রুপ ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়বস্তু ছিল Cultural practices are better than sports practices. মোট তিনটি গ্রুপে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।





























