
শাহিন মিয়া অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা ডিসেম্বর সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলশাদ জাহান (ইউএনও) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া (পিআইও) , উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ মিয়া।
আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দেবেশ চন্দ্র দাস, জামায়াতে ইসলামীর আমির,আশরাফুল হক সহ কলেজ ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকসহ সহ রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় সরকারি নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলাপূর্ণভাবে দুটি দিবস উদযাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। এ উপলক্ষে প্রচার–প্রচারণা জোরদার করার পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।




































