
ইয়ার রহমান আনান : কক্সবাজার ব্যুরো
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে রেজু আরা বেগম (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত রেজু আরা পশ্চিম পালাকটা এলাকার গোলাম কাদেরের স্ত্রী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 'প্রবাল এক্সপ্রেস' এ কাটা পড়েন ওই নারী। উপজেলার চিরিংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এর পশ্চিম পালাকটা ওলুঘোনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার।
তিনি জানান,আজ সকালে ওলুঘোনা রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।
উল্লেখ্য,গত একমাসে রেললাইনের চকরিয়া অংশে ট্রেনে কাটা পড়ে ও ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।





























