
বাংলাদেশে প্রথম সরকারি সফরের শুরুতেই কমনওয়েলথ সেক্রেটারি-জেনারেল মাননীয়া শার্লি বোটচওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ। ২২ নভেম্বর রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে মহাসচিবের আগমনের পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশের রাজনৈতিক অগ্রগতি, গণতন্ত্রের চর্চা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
এ সময় মহাসচিব কমনওয়েলথের সদ্য প্রণীত কৌশলগত পরিকল্পনা (স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৫–২০৩০) উপস্থাপন করেন, যেখানে গণতন্ত্রকে তিনটি প্রধান স্তম্ভের অন্যতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি তিনি বাংলাদেশে কীভাবে আরও লক্ষ্যভিত্তিক, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক সহায়তা জোরদার করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ বলেন, “বাংলাদেশের তরুণরা আজ বৈশ্বিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমনওয়েলথের সঙ্গে আমাদের অংশগ্রহণ আরও জোরদার হলে জ্ঞান-বিনিময় ও যুব-নেতৃত্বাধীন উন্নয়ন ত্বরান্বিত হবে।”
ঢাকায় অবস্থানকালে কমনওয়েলথ মহাসচিব উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা, প্রধান নির্বাচন কমিশনার, হাইকমিশনার এবং বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এসব আলোচনায় তিনি কমনওয়েলথের নতুন স্ট্র্যাটেজিক প্ল্যান উপস্থাপন করার পাশাপাশি বাংলাদেশের জনগণের জন্য কীভাবে আরও লক্ষ্যভিত্তিক ও কার্যকর সহায়তা নিশ্চিত করা যায় তা জানতে মতামত নেবেন।







































