
মোঃ আসিফ সিদ্দিকী
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে গনমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন খুলনা-৬ আসন (কয়রা -পাইকগছা)এর জাতীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
সোমবার(১ এপ্রিল,২০২৪) বিকাল ৪ টায় এই মতবিনিময় সভায় কয়রায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।
এসময় মাননীয় সংসদ মহোদয় বলেন, আমার মিশন এবং ভিশনের অন্যতম দুটি কাজ হল, লবণ পানিকে ফসলি জমি ও বসতি এলাকা থেকে দূরে সরানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্য বন্ধ করতে চাই।
তিনি আরে বলেন, কোন প্রাপ্তির আশা নিয়ে আমি আসি নাই। সারা জীবন মানবিকতার পক্ষে, আমার যে লড়াই,যে সংগ্রাম, যে স্বপ্ন যার জন্য আমি বারবার কারাবরণ করেছি সেই লবণ পানি মুক্ত করে, খাল খনন ও নদী খননের মাধ্যমে মিষ্টি পানির মজুত বাড়িয়ে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করছি।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,কোন হীন উদ্দেশ্য সাধন কিংবা কাউকে আহত করার উদ্দেশ্যে সাংবাদিকদের লেখা না হয়ে বরং কোন মহৎ উদ্দেশ্যে তাদের লেখা হওয়া উচিত।
এর আগে তিনি, সকাল ১০ টায় কয়রা আমদী ইউনিয়নের জায়গীরমহল স্কুলে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করেন। সকাল ১১:০০ টার দিকে কয়রা উপজেলা পরিষদ মিলন আয়তনে কয়রা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন।
এসময় মত বিনিময় সভায় এমপি সাহেবের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামিলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার সদর উদ্দিন,সাংবাদিক সিরাজউদ্দৌলা লিংকন, মো: মনিরুজ্জামান মনু, মো: আসিফ সিদ্দিকী, মোঃ ইমতিয়াজ উদ্দিন, মোঃ কামাল হোসেন,মোঃ নজরুল ইসলাম মোঃ শহিদুল ইসলাম মোঃ ফরহাদ হোসেন, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ওবায়দুল কবির সম্রাট,মোঃ গোলাম মোস্তফা,





























