
লালপুর (নাটোর) সংবাদদাতা:
নাটোরে লালপুরে রাতে ভুট্টাক্ষেতের গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চরে নওশারা সুলতানপুরে কৃষক রিপন আলী ভুট্টাক্ষেতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক রিপন আলী বলেন, বৃহস্পতিবার সকালে আমি মাঠে এসে দেখি রাতের আঁধারে কে বা কহারা আমার প্রায় তিন বিঘা জমির ভুট্টার ক্ষেত, প্রায় এক বিঘার সবজি পটল, ও আখ কেটে ফেলেছে। এতে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, তিনি আরও বলেন আমি ঋণ নিয়ে এই ফসল আবাদ করেছি আমি ও আমার পরিবার আবাদের উপর নির্ভরশীল, আমার এ ক্ষতি কাটিয়ে ওঠার মত নয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, আমি খোঁজ নিচ্ছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





























