
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছয় পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
অভিযান চলাকালে গ্রেফতার তিন ব্যক্তির কাছ থেকে মোট ছয়টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাবতলী উপজেলার তিউর পাড়ার বাসিন্দা মো. আতোয়ার (৪৫), বগুড়া সদর উপজেলার বাঘা পাড়ার মো. রাকিব (৩১) এবং সদর উপজেলার সূত্রাপুর এলাকার বাসিন্দা মো. ফজলুর রহমান সরকার (৪৮)।
ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেক আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।





























