
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মাওলানা সামছুল হক (৬০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামছুল হক উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের বাসিন্দা এবং মজিতপুর বালিকা দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে থানারঘাট এলাকা থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে কুয়েতী মসজিদের সামনে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।





























