
পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও দিনাজপুর-৪ (খানসামা- চিরিরবন্দর) আসনের সর্বস্তরের মানুষের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিপুল ভোটে নির্বাচিত আওয়ামীলীগের সংসদ সদস্য সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
রাজনৈতিক নেতাকর্মী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান. মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ভালোবাসায় সিক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, "নেতাকর্মীসহ সবার অক্লান্ত পরিশ্রম ও সাধারণ মানুষের ভালোবাসায় এ বিজয় অর্জন হয়েছে। এ জয় এর মধ্য দিয়ে দেশ ও জনগণের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল"।
তিনি বলেন, ‘আমি মনে করি পুনর্নির্বাচিত করায় জনগণের প্রতি কাজ করার বড় ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে পারব"।
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দাযিত্ব দিয়েছেন যত কষ্টই হোক আমি তা পালন করব। দেশের অর্থনীতি যেখানে থাকার দরকার, সেখানেই আছে। বর্তমান সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। ভারতের সঙ্গে লেনদেনে মাল্টিকারেন্সি চালু করেছি"। এবং তিনি বলেছেন, "স্বাধীনতা বিরোধীদের গুজবে কান দিবেন না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ সরকার যখন পদ্মাসেতু তৈরি করেন। তখন তিনি মানুষকে পদ্মা সেতুতে উঠতে নিষেধ করেছিলেন। পদ্মা সেতু নাকি ভেঙে পড়বে। তাদের কথায় কেউ বিশ্বাস করবেন না"।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, চেয়ারম্যান ফোরামের পক্ষে আবু হায়দার লিটন ও নুর এ কামাল, বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন, এডভোকেট অনিমেষ রায়, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন সরকার, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপসহ ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ ফুল ও নৌকা দিয়ে শুভেচ্ছা জানাতে জমায়েত হতে থাকে।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনতা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সময় বলেন, "চিরিরবন্দরের মানুষের ভালবাসা দেখে আমি অভিভূত হচ্ছি। মানুষ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। বিজয়ী করে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করায় আমি গর্বিত। আমার ব্যক্তিগত ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ"।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুণীল কুমার সাহার সভাপতিত্বে ও মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, প্রফেসর ডাঃ মোঃ সালাউদ্দীন শাহ্, দিনাজপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, অর্থমন্ত্রীর একান্ত সচিব মোঃ নাকিব হাসান তরফদার, অর্থ মন্ত্রীর সহকারী একান্ত সচিব শাহ্ সালাউদ্দীন, ডাঃ মোঃ মোমিনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ, দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিল।





























