
ইমরান নাজির, মহেশখালী:
মহেশখালীর কালারমার ছড়া মারাক্কা ঘোনার পাহাড়তলী এলাকায় গ্রাম পুলিশ জসিম উদ্দিনের পৈতৃক ভোগদখলীয় ১২নং পাহাড় মৌজার প্রায় তিন কানি জমি জবরদখলের অভিযোগ উঠেছে মনির আলমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মহেশখালী থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী জসিম উদ্দিন।
অভিযোগ সূত্র জানায়- জসিম উদ্দিনের পিতামহ সাবেক গ্রাম পুলিশ বশির উল্লাহর বহু বছর ধরে ভোগদখলে থাকা মারাক্কা ঘোনার পাহাড়তলী ১২নং পাহাড় মৌজার প্রায় তিন কানি জমি জবরদখল করে নিয়েছেন মনির আলম, মিয়া হোসাইন, আবুল কালাম, আবুল হাশেম ও মাহবুব আলমসহ একাধিক লোকজন। তফশিলী জমিতে অভিযুক্তরা প্রভাব কাটিয়ে ঘর নির্মাণ করলে তাতে বাঁধা দেন জসিম উদ্দিন।
শুধু জসিম নয় নালিশী জমিতে বাঁধা দেন মহেশখালী থানার পুলিশও কিন্তু অভিযুক্তরা কারাও কথার কর্ণপাত না করে জমি জবরদখল করেই যাচ্ছেন। জানা গেছে- গেলো ২০১৬ সালে কালারমার ছড়ার তৎকালীন চেয়ারম্যান মীর কাশেমের স্বাক্ষরিত এক ডিক্রীর মাধ্যমে গ্রাম পুলিশ বশির উল্লাহর জমি ছেড়ে দিতে অভিযুক্তদের নির্দেশ দেয়া হয়, কিন্তু তাও মানেননি অভিযুক্তরা।
আরও জানা গেছে- ২০১৯ সালে ঐ নালিশী জমিতে প্রতিবেশী মোহাম্মদ রুবেল নামে এক ব্যক্তিকে দিনদুপুরে বেধড়ক পিটিয়ে হত্যা করেন অভিযুক্ত মনির আলম ও তাঁর ভাইয়েরা। এ নিয়ে থানায় মামলা দায়ের হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচারসহ পিতামহের জমি ফেরত চান গ্রাম পুলিশ জসিম উদ্দিন।।





























