
স্টাফ রিপোর্টার:
দেশনেত্রী,বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বুধবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জের মধ্যনগরে মহিষখলা বাজারে আয়োজিত হলো এক বিশেষ দোয়া মাহফিল। এই মাহফিলে নেতাকর্মীরা এককোশে দেশনেত্রীর জন্য হৃদয় থেকে প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, যিনি বক্তব্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি দেশবাসীর কাছে দোয়া ও সমর্থনের আকুল আবেদন জানান।
মাহফিলের সভাপতিত্ব করেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম। উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে দোয়া মাহফিলকে হৃদয়স্পর্শী পরিবেশে রূপ দেন।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও শক্তি ফিরে পাওয়ার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করা হয়। মাহফিলে অংশগ্রহণকারীরা এককোশে দেশনেত্রীর জন্য দোয়া করে এক ঐক্যবদ্ধ বার্তা দিলেন “আমরা চাই বেগম খালেদা জিয়ার সুস্থতা, আমরা চাই দেশের শান্তি ও শক্তি।





























