
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে ৮২ গ্রাম সমন্বিত শ্রী শ্রী জগন্নাথ জিউর আশ্রমের(আখড়া) নব নির্মিত মন্দিরের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার।
সোমবার (১১মার্চ) দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের মূর্তি নব নির্মিত মন্দিরে প্রবেশ করানো হয়।পরবর্তীতে বিকেল তিনটার দিকে মন্দিরের নতুন ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার। মন্দিরটি২০১৯ সালের মার্চের প্রথম দিকে শুরু করা হয়েছিল।প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে এই মন্দিরের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, মমধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার,সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর খসরু, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুনবী তালুকদার,সাবেক চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না,মন্দির কমিটির সভাপতি গোপেশ তালুকদার মিন্টু,সাধারণ সম্পাদক স্বদেশ রায় প্রমুখ।





























