
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের মতো সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন। দাবিদাওয়া আদায়ে চলমান এই কর্মবিরতির মধ্যেই বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা গ্রহণ অব্যাহত রয়েছে।
শিক্ষক সংগঠনগুলোর ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২ ডিসেম্বর মঙ্গলবার সহকারী শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। তবে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ শেষ হওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষকরা হলরুমে উপস্থিত থাকলেও পরীক্ষার সময় তারা কর্মবিরতির অবস্থান বজায় রাখছেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিভাবকরা জানান, কর্মবিরতির কারণে শিক্ষার পরিবেশ কিছুটা ব্যাহত হলেও পরীক্ষার আয়োজন চালু থাকায় শিক্ষার্থীরা অন্তত চূড়ান্ত মূল্যায়নের সুযোগ পাচ্ছে। জরুরি এই পরিস্থিতি দ্রুত সমাধানে সরকার ও শিক্ষকদের মধ্যে সমঝোতার আহ্বান জানান তারা।
অন্যদিকে শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত হওয়ায় তারা কর্মবিরতিতে বাধ্য হয়েছেন। কিন্তু শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হোক—এটিও তারা চান না। তাই পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালন করা হচ্ছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত সংকটের সমাধান না হলে ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষার ওপর আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মধ্যনগর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও সহকারী শিক্ষক তিতাস রায় বলেন,আমাদের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় আমরা সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে।
ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিমুন্য রায় বলেন,সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও আমরা বার্ষিক পরীক্ষা চালিয়ে নিচ্ছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,সহকারী শিক্ষকরা কর্মবিরতি থাকলেও অধিকাংশ সহকারী শিক্ষক বার্ষিক পরীক্ষায় সহযোগিতা করছেন। উপজেলার ৮৪ টি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে।





























