
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাসহ,মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে প্রভাষক পূর্ণিমা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা নুরুল ইসলাম,মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ,মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার প্রমুখ।





























