
আহম্মদ কবির স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের মধ্যনগরে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় রুপিসহ একটি নাম্বার বিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।গতকাল (১৫মার্চ)শুক্রবার সন্ধ্যায় উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের অন্তর্গত মোহনপুর বিওপির জোয়ানরা,কালিপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৪৪০টি ভারতীয় ৫০০রুপির নোট ও নাম্বার বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে ১৬মার্চ শনিবার মধ্যনগর থানায় হস্তান্তর করে।বিষয়টি নিশ্চিত করে,মধ্যনগর থানা অফিসার ইন-চার্জ (ওসি)এমরান হোসেন জানান আজ ৪৪০টি ভারতীয় ৫০০রুপির নোট বিজিবি মধ্যনগর থানায় হস্তান্তর করে।





























