
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র্য রক্ষা ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, কোনা জালসহ বিভিন্ন জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওর এলাকার তেকুইন্যা ও সুনাডুবি বিলে এ অভিযান পরিচালনা করেন।অভিযানে কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, কোনা জালসহ বিভিন্ন জাল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অতীশ দর্শী চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদসহ আরও অনেকে।





























