
নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। ঘটনাটি ঘটে গত বুধবার রাত প্রায় ১টা ৪০ মিনিটে।
পুলিশ জানায়, মদনপুর স্ট্যান্ড সংলগ্ন ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেল আরোহী ট্রাক থামিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেয় এবং ট্রাকের কাগজপত্র নিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা দাবি করে। এরপর ট্রাকের হেলপার মোঃ আহাদ আলীকে মোটরসাইকেলে তুলে মদনপুর লেডিস পাম্পের দিকে যেতে নির্দেশ দেয়।
ঘটনার পরপরই ৯৯৯-এ ফোন পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদাবাজ মোঃ সামসুল হুদা সেলিম (৩৬)-কে আটক করে। তার কাছ থেকে ট্রাকের কাগজপত্র, ইয়ামাহা FZ-S (ভার্সন-৩) মোটরসাইকেল এবং নগদ ১০ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া ভিকটিমকে আইনি প্রক্রিয়ার জন্য বন্দর থানায় পাঠানো হয়েছে।





























