
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কমসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ই মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।
জানা যায়, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’,র আওতায় উপজেলার তালিকাভুক্ত দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
পাট বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগীর, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠুন ভৌমিক প্রমুখ।
এসময় লেবুতলা ও শুকুন্দী ইউনিয়নের চাষিদের মাঝে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া ৩ কেজি টিএসপি এবং ৩ কেজি এমওপি বিনামূল্যে প্রদান করা হয়।





























