
মো কামরুল হোসেন সুমন,মনপুরা প্রতিনিধি:
আসন্ন ৮-দলীয় বরিশাল বিভাগীয় মহা সমাবেশকে সফল ও সার্থক করতে আজ পুরো মনপুরা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণ-মিছিল। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মুসল্লি মিছিলস্থলে জড়ো হতে থাকেন।পরে বর্ণাঢ্য এই গণ-মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা সমূহে শক্তিশালী উপস্থিতি দেখায়।
গণ-মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আমিমুল ইহসান জসিম। নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
মিছিলে অংশ নেন মনপুরা উপজেলার সমস্ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল leader, স্থানীয় উলামায়ে কেরাম, তরুণ কর্মীসহ সাধারণ জনগণ। বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত।
গণ-মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মুফতি এনায়েত উল্লাহ নুর নবী বলেন,
“৮-দলীয় বরিশাল বিভাগীয় মহা সমাবেশকে সফল করতে মনপুরা উপজেলার জনগণ যেভাবে নৈতিক সমর্থন ও অংশগ্রহণ দেখাচ্ছেন, তা সত্যিই ঐতিহাসিক। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আমিমুল ইহসান জসিম বলেন,
“দেশের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। বরিশাল বিভাগীয় মহা সমাবেশ হবে জনগণের ন্যায়ের সংগ্রামের এক শক্তিশালী ঘোষণা।”
মিছিলে উপস্থিত স্থানীয় দায়িত্বশীলরা জানান, বরিশাল বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে রূপ দিতে মনপুরা উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রত্যেক ইউনিয়ন থেকে আলাদা দলীয় কাফেলা নিয়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য সমন্বয় সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ের নেতারা জানিয়েছেন, মানুষের আগ্রহ দেখে ধারণা করা হচ্ছে—মনপুরা থেকে এবার রেকর্ডসংখ্যক লোক সমাবেশে অংশ নেবে।
দীর্ঘসময় স্লোগান ও শৃঙ্খলাপূর্ণ প্রদক্ষিণ শেষে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। নেতৃবৃন্দ ধন্যবাদ জানান উপস্থিত সকলকে—সমাবেশকে সফল করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।





























