
আজহারুল ইসলাম মোহনগঞ্জ নেত্রকোনা নেত্রকোনার মোহনগঞ্জের বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে জনপ্রতি ১০ কেজি করে ১৮৮৩ জনকে চাল দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী। এসময় সাংবাদিক কামরুল ইসলাম রতনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।প্রতিবছরের মতো এবারও নিজ খরচে ব্যাগ ক্রয় করে তাতে চাল ভরে সুবিধাভোগীদের দিচ্ছেন ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন।এ বিষয়ে সাংবাদিক কামরুল ইসলাম রতন বলেন, নিজের পকেটের টাকায় ব্যাগ কিনে তাতে চাল বিতরণ করেন চেয়ারম্যান। আর চালের মাপও শতভাগ সঠিক থাকে। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। এছাড়া যাদের নাম বাদ পড়েছে এমন গরীব লোকজনকে নগদ টাকা দিয়ে দিচ্ছেন দেখলাম। এমনটা তিনি প্রতি বছরই করেন। জনপ্রতিনিধি এমনই হওয়া দরকার। অথচ অন্য অনেক জায়গায় দেখি- চাল বিতরণ নিয়ে কত লুকোচুরি। আর ওজনে ১০ কেজি চাল তো খুব কম জায়গাই মেলে।বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী বলেন, এবার ১৮৮৩ জনকে ভিজিএফ চাল দেওয়া হচ্ছে। একজন সুবিধাভোগী যেন ১০ কেজি চালই পায় সেটা আমি সব সময় নিশ্চিত করি। এছাড়া গ্রামের গরীব মানুষের সুবিধার কথা বিবেচনা করে নিজ খরচে ব্যাগ কিনে তাতে চাল দেই। এতে করে চাল নিয়ে যেতে তাদের সুবিধা হয়। তালিকার বাইরে থাকা গরীব কয়েকজন এসেছেন তাদের কিছু নগদ টাকা দিয়ে দিচ্ছি। যেন তারা ঈদটা একটু স্বস্তিতে করতে পারেন।





























