
আজিজ মোড়ল, মোংলা
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি’ এমন স্লোগানকে সামনে রেখে মোংলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে মোংলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার সুমন সরকার।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার সুমী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মোংলা। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর।
কেক কেটে প্রদর্শনী মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি জনাব শারমিন আক্তার সুমী বলেন—
“দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারিরা যদি আধুনিক প্রযুক্তি, উন্নত জাত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন করেন, তাহলে তাদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকার সব সময় খামারিদের উন্নয়নে কাজ করছে।”
স্থানীয় গাভি খামারি মোঃ মিজানুর রহমান বলেন—
“এ ধরনের প্রদর্শনী আমাদের জন্য খুবই উপকারী। এখানে এসে আমরা আধুনিক পশুপালন পদ্ধতি, রোগ প্রতিরোধ ও খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি শিখতে পারি। সরকারি বিশেষজ্ঞরা যেভাবে দিকনির্দেশনা দেন, তা খামারের উৎপাদন বাড়াতে অনেক সাহায্য করে।”
প্রদর্শনী দেখতে আসা কলেজছাত্রী সাবিহা আক্তার বলেন—
“আমি প্রথমবার প্রাণিসম্পদ মেলায় এলাম। এখানে বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি ও নতুন প্রযুক্তি দেখে ভালো লেগেছে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন খুব প্রয়োজন, এতে বাস্তব জ্ঞান পাওয়া যায়।”





























